মিয়ানমার থেকে ফিরছেন আরো ১০৩ বাংলাদেশি
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শনাক্ত হওয়া আরো ১০৩ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করবে মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি)। আজ (সোমবার) দুপুরে, পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করার কথা রয়েছে।
বিজিবি জানায়, সকাল সাড়ের ১০টার দিকে ১৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত বাংলাদেশের একটি প্রতিনিধি দল বান্দরবানের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার যাবেন।
পরে মিয়ানমারের ঢেকিবনিয়ায় বিজিবি-বিজিপি পতাকা বৈঠক হবে। বৈঠকের পর যাচাই-বাছাই শেষে ১০৩ বাংলাদেশিকে ফেরত আনা হবে।
এর আগে পাঁচ দফায় শনাক্ত হওয়া এক হাজার ৫শ` ৬১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
বিএ