সন্ত্রাসীদের কাছে মাথা নত করবো না : আইভি


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১১ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নগরবাসীর উন্নয়নের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে পারি। তবে সন্ত্রাসীদের কাছে কখনো মাথা নত করবো না। চারদিকে উন্নয়ন দেখে কারো কারো মন খারাপ হতে পারে। মিথ্যা কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না।

রোববার বিকেলে সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে তিন কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে চারটি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আইভী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের কোনো পরিচয় থাকতে পারে না। তারা জনগণের শত্রু। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সকলে মিলে সমাজ থেকে তাদের বিতাড়িত করতে হবে। গড়তে হবে সুন্দর সমাজ।

এ সময় এনসিসির ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, মহিলা কাউন্সিলর জানাতুল ফেরদৌস নিলা, আওয়ামী লীগ নেতা সোনামিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শাহাদাৎ হোসেন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।