ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতায় প্রধানমন্ত্রীর উদ্বেগ


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১১ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, কয়েকদিন ধরে ইসরাইলি দখলদার বাহিনীর নৃশংসতায় আমি গভীরভাবে দুঃখিত এবং উদ্বিগ্ন। গত ৯ অক্টোবর ৭ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা এবং ১০ অক্টোবর দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা এবং আরো অনেক আহতসহ বহু ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।

প্রধানমন্ত্রী স্বাধীন স্বার্বভৌম এবং টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নে বাংলাদেশের দ্ব্যর্থহীন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জন্মভূমির স্বাধীনতার লক্ষ্য অর্জনে সরকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনিদের মহান আল্লাহ শক্তিদান করুন।’

নিহতদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আহতদের দ্রুত সেরে উঠার জন্য দেয়া করছি। আমি এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতার নিন্দা জানাচ্ছি এবং এ জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।