আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তরুণ প্রজন্ম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন আনতে তরুণ প্রজন্ম অগ্রবাহিনী শক্তি হিসেবে কাজ করছে। আধুনিক মানের বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ প্রজন্মই কাজ করছে।
রোববার বেগম বদরুন্নেসা সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার মূললক্ষ্যই হচ্ছে দেশের পরিবর্তন। সবাই দেশ গঠনে অবদান রাখলে দেশ দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’
প্রচলিত গতানুগতিক শিক্ষার পরিবর্তনের মাধ্যমে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে বিশ্বমানের দেশ গঠন করার লক্ষ্যেই শিক্ষানীতি ২০১০ সালে প্রণয়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের মর্যাদা ও সম্মান ক্ষুন্ন হবে না। তাদের সম্মান সবার উপরে, এই বাস্তবতা সকলকে মেনে নিতে হবে।
শিক্ষকদের বেতন কাঠামোতে সমতা আনতে সরকার কাজ করছে। শিক্ষকরা সমাজে সম্মানিত। শিক্ষকদের মানমর্যাদা কখনোই প্রশ্নবিদ্ধ নয়। এ বিষয়ে শিক্ষকদের উদ্বেগের কোনো কারণ নেই।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে প্রতিবছর শতকরা ৫ ভাগ করে শিক্ষকদের বেতন বৃদ্ধি পাবে। শিক্ষকদের সর্বোচ্চ স্বার্থ দেখা হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষাসংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার সাফল্যের নিয়ামক শক্তি শিক্ষক। শিক্ষক নিবেদিত প্রাণ হলে শিক্ষার উন্নয়ন সম্ভব হবে।
কলেজের অধ্যক্ষ মাহবুবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ. ম. স আরেফিন সিদ্দিক ও প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ খান জালাল।
একে/আরআইপি