পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেকোনো মূল্যে পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবেই। পদ্মা সেতু, মেট্টোরেল, ওড়াল সেতুসহ যতই উন্নয়ন কাজ হোক, শৃঙ্খলা না থাকলে তা কোনো কাজে আসবে না। তাই পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।
রোববার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবৈধ দখলদার মুক্ত করার সময় রাজনৈতিক নেতা ও প্রভাবশালীদের কোনো চাপকে পাত্তা না দেয়া হবে না। এ সময় মহাসড়কের পাশ থেকে অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে সংশ্লিষ্টদের আবারো অনুরোধ জানান তিনি। অন্যথায় এক মাস পর থেকে দেশের সকল সড়ক-মহাসড়কে অবৈধ দখলদার মুক্ত করার কাজ শুরু হবে বলে সাংবাদিকদের জানান তিনি।
পরে মন্ত্রী মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছে প্রথমে বেশ কয়েকটি পরিবহনে উঠেন। এরপর যাত্রীদের কাছে খোঁজ নেন অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কি না। কয়েকজন চালকের কাগজপত্র ঠিক না থাকায় পুলিশকে মামলা করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক ঘেঁষে সিএনজি ও লেগুনা দাঁড়িয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বি.এম খোরশেদ/এআরএ/আরআইপি