কী বলবেন স্বাস্থ্যমন্ত্রী?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫১ পিএম, ২১ মার্চ ২০২০

রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনের তৃতীয় তলায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে করোনাভাইরাস নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক চলছে। দুপুর ১টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সময় পেরিয়ে যায়। দেড়টা পর্যন্ত আন্তঃমন্ত্রণালয় সভা চলছিল।

স্বাস্থ্যমন্ত্রী কী বলবেন- তা শোনার জন্য স্বাস্থ্য অধিদফতর ভবনের তৃতীয় তলায় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াসহ দেশি-বিদেশি অসংখ্য গণমাধ্যমকর্মীর অধীর আগ্রহে অপেক্ষা। কেউ চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে আবার কেউ এদিক-সেদিক পাইচারি করছেন; কখন আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষ হবে! তাদের সবার মুখে এক-ই কথা, কী বলবেন স্বাস্থ্যমন্ত্রী?

jagonews24

সংবাদকর্মীদের অনেকের প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিয়ে এমন সাংবাদিক সম্মেলন ঝুঁকিপূর্ণ কি-না? নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র সাংবাদিক বলেন, পেশাগত প্রয়োজনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের সাক্ষাৎকার নিয়েছেন বা নিচ্ছেন অনেক গণমাধ্যমকর্মী। তারা করোনায় সংক্রমিত হচ্ছেন কি-না এবং হয়ে থাকলে তারা মন্ত্রীর এ সংবাদ সম্মেলনে এসে অন্যদের সংক্রমিত করছেন কি-না, তা কিন্তু জানা যাচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে বিকল্প উপায়ে সাংবাদিক সম্মেলন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এমইউ/এমএআর/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।