এবার গাইলেন কবি সরকার আমিন (ভিডিও)


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১১ অক্টোবর ২০১৫

ইউটিউবে প্রকাশ হয়েছে পাঠকপ্রিয় কবি সরকার আমিনের কণ্ঠে ‘যখন ইচ্ছা করে না’ শিরোনামের একটি গান। গানটি প্রকাশের পর থেকেই অভিনন্দনে ভেসে যাচ্ছেন তিনি। বিশেষ করে ফেসবুকে পেয়েছেন অভূতপূর্ব সাড়া।

সরকার আমিন জানালেন, তার লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন এস আর সজীব।

তিনি বলেন, ‘আমার নিজের লেখাতেই গাইতে ইচ্ছে হলো তাই এই পাগলামি। আমার শখের গান কেবলই শ্রোতাদের জন্য; বোদ্ধাদের বিচার-বিশ্লেষণের জন্য নয়। আমি মূলত সুর করে আমার কবিতা গাইব। আবৃত্তির বদলে গাওয়া আর কি!’

সরকার আমিনের এই গানের প্রবল উদ্দীপনাকে পাগলামির সাথে মিলিয়ে সাংবাদিক শাহনাজ মুন্নী নামকরণ করেছেন ‘গানলামি’। সরকারের আমিনের ‘গানলামি’কে স্বাগত জানিয়ে দেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘গ্রেইস মার্ক দিতে হয়নি, গানের জোরেই পাস করেছো। রচনাকে চিকন করে কম্পোজ করলে কবিতার মত দেখায়, তাই কবিতা। কথার ওপর সুরের চাদর পরালে, তার আর গান না হওয়ার উপায় থাকে। রবীন্দ্রনাথ তো লিপিকার গদ্য কবিতাগুলি গান করার কথা ভেবেছিলেন। আগে ছিল বাঁশি মানেই গান, এখন বাঁশির জায়গা নিয়েছে গিটার। গিটারের সাপোর্ট পেলে পাগলের প্রলাপ থেকেও শ্রেষ্ঠ গান বানানো সম্ভব। বন্দুকের লাইসেন্স দেখিয়েই শিব্রাম যেমন শিক্ষিত বাঘ শিকার করেছিলেন, গিটার দেখিয়ে তবে গান কেন নয়? গান তো বাঘের চেয়ে হিংস্র প্রাণী নয় যে, বশ মানবে না। তোমার গান হয়েছে, না হওয়ার সাধ্য তার ছিল না বলেই।’

কবি শাহেদ কায়েস লিখেছেন, ‘সেই কবে! ১৯৯০ সালের কথা। বুয়েট থেকে পলাশী মোড়ের দিকে জহুরুল হক হলের ভাঙা দেয়াল দিয়ে ঢুকে চলে আসতাম আমিন ভাইয়ের রুমে। প্রথমে টিনশেডে, পরে বিল্ডিঙে, সারা রাত আমিন ভাইয়ের একটা ভাঙা টেপ রেকর্ডারে আমিন ভাই আর আমি গান শুনতাম। আমিন ভাইয়ের গানের বাতিক সেই ২৫ বছর থেকেই দেখে আসছি। আমিন ভাইয়ের ইচ্ছে ছিল গানের একটা দল করবেন, নাম হবে `চিকিৎসা`। শেষমেষ শুরু হইলো যাত্রা। ফাটাফাটি হইছে আমিন ভাই। অবশেষে চিকিৎসা শুরু হইলো।’

বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ হারুন উর রশিদ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল, কবি শোয়াইব জিবরান, ড. অনু হোসেনসহ আরও অনেকে কবি সরকার আমিনের উদ্যোগকে অভিনন্দিত করেছেন ফেসবুকে।

সরকার আমিন বলেন, ‘গানের প্যাশন তো অনেক আগেই থেকেই ছিল। আর একটা গানের দল করব এই ভাবনাটা প্রায় ২৫ বছর ধরে মাথায় নিয়ে ঘুরছি। অবশেষে বন্ধুদের উৎসাহে গান করা শুরু হল। আমাদের কাজ হবে কবিতাকে গান আকারে প্রকাশ করা। এস আর সজীব মিউজিক কম্পোজিশনের দায়িত্বটি পালন করবেন। সেগুলো ‘চিকিৎসা গানলামি’ নামের ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন সবাই।’ যার এড্রেসটা হলো : https://www.youtube.com/watch?v=Lz-_Jx0DBDk&feature=youtu.be

সরকার আমিন জানান, আরও কয়েকটি গানের সংগীতায়োজনের কাজ করছেন মেধাবী কম্পোজার এস আর সজীব। গান চিত্রায়নের দায়িত্ব নিয়েছেন তরুণ ফিল্ম মেকার দেব জ্যোতি ভক্ত। গানগুলো ইউটিউবের চ্যানেল ‘চিকিৎসা গানলামি’তে শিগগিরই প্রকাশ পাবে।

দেখুন নতুন গানটির ভিডিও



এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।