‘করোনায় কারখানা বন্ধ হলে শ্রমিকদের বেতন দিতে হবে’
করোনায় আক্রান্ত কোনো শ্রমিক চিহ্নিত হলে তাকে সবেতন চিকিৎসা প্রদান ও বিশ্রামে পাঠানো জরুরি উল্লেখ করে জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেছেন, ‘ঝুঁকি এড়াতে প্রয়োজনে কারখানা বন্ধ রাখতে হলে শ্রমিকদের বেতন দিতে হবে।’
শুক্রবার এক বিবৃতিতে তারা এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্তের ঝুঁকির বাইরে নয় শ্রমিকরা। কিন্তু জনগণের জীবনের প্রয়োজনে শ্রমিকরা খাদ্য, ওষুধ, পরিষেবা, পরিবহন যোগাযোগ, তৈরি পোশাকসহ সব প্রয়োজনীয় পণ্য উৎপাদনে যুক্ত, এ জন্য তাদের অভিনন্দন জানাই। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষায় কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে। আমাদের রয়েছে ব্যাপক শ্রমঘন শিল্প। তা করোনামুক্ত রাখতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশিত জীবানু ও ভাইরাসমুক্ত রাখার সকল সরঞ্জাম শ্রমিকদের জন্য বিনামূল্য সরবরাহ করা এবং শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।’
‘শ্রমিকদের কাজ ও মজুরির অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সামাজিক সুরক্ষার তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণেরও দাবি জানাচ্ছি। আক্রান্ত বিশেষ অঞ্চল বা এলাকায় শ্রমজীবী মানুষের সুরক্ষায় তাদের যাতে হাট-বাজারে যেতে না হয় তার জন্য বিনামূল্যে একমাসের চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জীবানু নাশকারীসামগ্রী সররাহের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
এফএইচএস/জেডএ/পিআর