শুভর সেঞ্চুরিতে জবাব দিচ্ছে ঢাকা মেট্রো


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১১ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে দারুণ জবাব দিচ্ছে ঢাকা মেট্রো। দ্বিতীয় দিন শেষে ১০৬ রানে পিছিয়ে তারা। তবে ছয় উইকেট হাতে নিয়ে সোমবার আবার ব্যাটিংয়ে নামবে মাহমুদুল্লাহবাহিনী।

রোববার ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নামে ঢাকা বিভাগ। আরাফাত সানির ঘূর্ণিতে পড়ে মাত্র ৬৬ রান করতেই শেষ ৬ উইকেট হারায় তারা। দিন শেষে সব কটি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো।

আগের দিনে ৮৯ রানে অপরাজিত থাকা রকিবুল এইদিন আর ১০ রান যোগ করে নার্ভাস নাইনটির শিকার হন। ১৮২ বলে ১১টি চারের সাহায্যে ৯৯ রান করে আউট হন তিনি। তবে দিনের প্রথম উইকেট পতন হয় ফর্মে থাকা নাদিফ চৌধুরীকে দিয়ে। ৩৯ রান সংগ্রহ করেন এই ব্যাটসম্যান। ঢাকা মেট্রোর পক্ষে ৯৬ রানে ৬টি উইকেট তুলে নেন আরাফাত সানি।

ঢাকা মেট্রো তাদের প্রথম ইনিংসে দুই ওপেনার শামসুর রহমান শুভ এবং সৈকত আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ সূচনা পায়। দলের হয়ে সর্বোচ্চ ১১৮ রান করে অপরাজিত রয়েছেন ওপেনিং ব্যাটসম্যান শুভ। তার সঙ্গে ১৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন মেহরাব হোসেন জুনিয়র। আরেক ওপেনার সৈকত আলী ৪৮ রান করে মোহাম্মদ শরিফের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। ঢাকা বিভাগের পক্ষে ৭৩ রানে ২টি উইকেট তুলে নেন মোশারফ হোসেন রুবেল।

ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ১১৩.৪ ওভারে ৩২৭ (রকিবুল ৯৯, মজিদ ৬৬, নাদিফ ৩৯,সাইফ ২১, মায়সুকুর ২০, শরিফ ২০, জনি ২০; শহিদুল ৫৭/১, আসিফ ২৭/১, আরাফাত সানি ৯৬/৬, শরীফুল্লাহ ৪৬/১, ইলিয়াস ১১-২-৪৩-০, সৈকত ৭-৪-৬-০, মেহরাব ৩-০-১৩-০, শামসুর ১-০-৩-০, মাহমুদউল্লাহ ৫-০-১৩-০)

ঢাকা মেট্রো প্রথম ইনিংস:  ৬৬ অভারে ২২১/৪ (শুভ ১১৮*, সৈকত ৪৮, মার্শাল আইয়ুব ২৪, মেহরাব ১৪*; মোশারফ ৭৩/২, শরিফ ৩৫/১)

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।