করোনা : ১৬২৬৩ এবং ৩৩৩ নম্বরে যোগাযোগের অনুরোধ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসকের পরামর্শ পেতে শুধুমাত্র আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ না করে ১৬২৬৩ ও ৩৩৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, অভিযোগ রয়েছে হটলাইনে কল করে অনেকেই পরামর্শ পান না। তাদের অভিযোগের সত্যতাও রয়েছে। কারণ হটলাইনের মোবাইলগুলোতে কেউ পরামর্শের জন্য কল করলে কথা শেষ না হওয়া পর্য়ন্ত মোবাইল ব্যস্ত থাকে। ফলে ইচ্ছে করলেও কথা শেষ না হওয়া পর্য়ন্ত কল রিসিভ করতে পারেন না।

আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ ও ৩৩৩ নম্বরে যোগাযোগ করলে চিকিৎসকরা করোনা সংক্রান্ত প্রশ্নের উত্তর ও পরামর্শ দেবেন। ওই নম্বরে ফোন করলে অটোহান্টিং পদ্ধতিতে কলটি অন্য চিকিৎসকের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আগামী এক-দুই দিনের মধ্যে ৫০০ চিকিৎসককে পরামর্শ দেয়ার জন্য নিয়োজিত করা হবে।

এমইউ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।