করোনাভীতি : সন্ধ্যা নামতেই আজিমপুর কলোনিতে সুনসান নীরবতা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাস আতঙ্কের প্রভাব পড়েছে রাজধানীর আজিমপুরের সরকারি কলোনিতে। করোনা সংক্রমণের ভয়ে কলোনির ভেতর বহিরাগত প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত দুদিন ধরে নিরাপত্তারক্ষীরা হ্যান্ডমাইকযোগে ‘বহিরাগত কেউ প্রবেশ করবেন না’, ‘কলোনির ভেতরে মাঠে খেলা ও দলবেঁধে আড্ডা মারা সম্পূর্ণ নিষেধ’, ‘প্রয়োজন ছাড়া কেউ কলোনির ভেতর থেকে বের হবেন না’ ইত্যাদি নানা স্লোগানে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছেন। এর ফলে সন্ধ্যা নামতে না নামতেই কলোনিতে সুনসান নীরবতা নামতে দেখা যায়।

বুধবার রাত ৮টায় সরেজমিনে দেখা গেছে, কলোনির ভেতরে প্রবেশের বিভিন্ন গেট সন্ধ্যার পরপরই বন্ধ করে দেন নিরাপত্তারক্ষীরা। মোটরসাইকেল, প্রাইভেটকার কিংবা রিকশা কেউ এলে তার নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই গেট খুলছেন তারা।

jagonews24

সরকারি কলোনিতে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা বাস করেন। অন্যান্য সময় কলোনির ভেতর কলোনির বাসিন্দা ছাড়াও আশেপাশের এলাকার লোকজন এসে হাঁটাহাঁটি করেন। এছাড়া কলোনির পাশেই ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ থাকায় বাইরে থেকে অনেক ছেলে-মেয়ে এখানে প্রতিদিনই আসেন। ফলে সকাল থেকে রাত অবধি কলোনি মুখরিত থাকত। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় কলোনির ভেতর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে কলোনির ফাঁকা রাস্তায় একাই জগিং করছিলেন সরকারি কর্মকর্তা হাসানুজ্জামান। কলোনির ভেতর এমন ফাঁকা কেন জানতে চাইলে তিনি বলেন, সবার মধ্যে করোনা সংক্রমণের ভীতি রয়েছে। এ কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না। তাছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এ কারণে কলোনির বিভিন্ন রাস্তা ফাঁকা।

jagonews24

আব্দুল বারেক নামে একজন নিরাপত্তাপ্রহরী বলেন, গত কয়েকদিন ধরে রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কম। অগ্রণী স্কুল বন্ধ থাকায় বহিরাগত অভিভাবকদের ভিড় নেই। তাছাড়া করোনাভাইরাস ভীতির কারণে কলোনির উচ্চপদস্থ কর্মকর্তারা বহিরাগতদের প্রবেশ নিষেধ করেছেন। এছাড়া দলবেঁধে মাঠে বসে কেউ যেন একত্রে আড্ডা দিতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছেন বলে জানালেন তিনি।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।