নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৮ মার্চ ২০২০

চাল, ডাল, আটা, ময়দা ভোজ্যতেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে রাজধনীর বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।

বুধবার (১৮ মার্চ) রাজধনীর উত্তরায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, চাল, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে উত্তরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত না হওয়া এবং অতিরিক্ত পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও ভোক্তাদের পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করা এবং অযৌক্তিকভাবে পণ্যের মূল্য বাড়িয়ে না দেয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে ঝুলিয়ে প্রদর্শন করার জন্য নির্দেশনা দেয়া হয়।

বাজারে চাল, ডাল, আটা, ময়দা, ডাল, ভোজ্যতেল, লবণ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানান তিনি।

jagonews24

অধিদফতরের এ কর্মকর্তা জানান, অভিযান চলাকালে উত্তরার বিডিআর কাঁচাবাজার মার্কেটে মূল্য তালিকা না টানানোয় বরিশাল জেনারেল স্টোর, রুবেল জেনারেল স্টোর এবং ১১ নম্বর সেক্টর কাঁচাবাজারের বাড়িয়া জেনারেল স্টোর, মায়ের দোয়া জেনারেল স্টোর, বিসমিল্লাহ জেনারেল স্টোর ও উত্তরা জেনারেল স্টোরসহ ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসআই/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।