ইউজিসির সচিবের দায়িত্বে ফেরদৌস জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ মার্চ ২০২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ইউজিসির সচিবের দায়িত্ব দেয়া করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ইউজিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে কমিশনের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ইউজিসিতে সচিব পদে নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ফেরদৌস জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৯৯ সালে ইউজিসিতে সহকারী সচিব পদে যোগদান করেন। এরপর চাকরিরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার স্ত্রী অধ্যাপক ড. আসমা বিতনে ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক। তিনি দুই সন্তানের জনক।

এমএইচএম/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।