প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপির প্রত্যাখান
‘বিদেশি হত্যাকাণ্ডে খালেদা জিয়া মদদ দিচ্ছেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রত্যাখান করেছে বিএনপি। দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন রোববার দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাজনীতিবিদদের অপমান করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি।
রিপন বলেন, খালদো জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন এটা সরকার ভাল করেই জানে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই প্রধানমন্ত্রী এরকম বক্তব্য দিয়েছেন। এ ধরনের আপত্তিকর ও অরুচিকর মন্তব্য শোভন মনে করি না।
তিনি বলেন, সম্প্রতি দু’জন বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এরকম ঘটনার নিন্দা জানিয়েছি। বিষয়টি সরকার খতিয়ে দেখছে। অাইএস এর সম্পৃক্তততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এরকম পর্যায়ে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেয়ায় প্রকৃত দোষী আড়ালে চলে যাবে।
রিপনের অভিযোগ, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিরোধী দলকে দোষারোপ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এরকম উদ্ভট বক্তব্যের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে প্রশ্রয় দেয়া হচ্ছে।
তিনি বলেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সবার চলাচল নিরাপদ হোক এটাই প্রত্যাশা। রাজনীতিকে সুষ্ঠু পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এ ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনীতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শার (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খােকন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
এমএম/এসএইচএস/এমএস