খিজির হত্যার সুষ্ঠু বিচার দাবি


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১১ অক্টোবর ২০১৫

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী খিজির খানের হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে  মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা সমিতি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।  

মানববন্ধনে বক্তারা বলেন, খিজির খানের মত দেশপ্রেমিক ও মেধাবী ব্যক্তিদের অবদানের কারণে দেশ আজ বহুদূর এগিয়েছে।
প্রকৌশলী মুহম্মদ খিজির খানের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক এমন শাস্তি হওয়া উচিত যে দৃষ্টান্ত দেখে অপরাধীরা এমন অপকর্ম পুনরায় করতে সাহস না পায় ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, মো. আব্দুস সালাম প্রমুখ।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।