করোনা এখনও সামাজিকভাবে ছড়িয়ে পড়েনি : আইইডিসিআর
করোনাভাইরাস এখনও সামাজিকভাবে ছড়িয়ে পড়েনি বলে দাবি করেছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তাই হাঁচি-কাশি, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট হলেই করোনা আক্রান্ত- এমন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে জানান তিনি।
ডা. মীরজাদি বলেন, এ পর্যন্ত যে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন তারা প্রবাসফেরত যাত্রী কিংবা তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্য। পরিবারের সদস্যদের মধ্যে সংক্রমণের কারণে পারিবারিকভাবে শক্তভাবে সেলফ কোয়ারেন্টাইন পালন করতে হবে।
মঙ্গলবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
করোনা সংক্রমণরোধে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, কোভিড-১৯ এর মতো সংক্রমণ যেটা মারাত্মক নয় কিন্তু ছোঁয়াচে এ রোগের প্রতিরোধ সকলের অংশগ্রহণ ছাড়া কঠিন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কল এসেছে মোট চার হাজার ২০৫টি। তা মধ্যে করোনা সংক্রান্ত কল চার হাজার ১৬৪টি। এ পর্যন্ত আইইডিসিআরে সর্বমোট ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ মুহূর্তে আইসোলেশনে আছেন ১৬ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।
এমইউ/বিএ/জেআইএম