বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৭ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিশেষ প্রার্থনা করা হয়েছে রাজধানীর চকবাজারের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ প্রার্থনা করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে প্রার্থনা পরিচালনা করেন শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বিজয় গোস্বামী।

প্রথমে তিনি ধর্মীয় শাস্ত্রমতে মন্ত্র পড়ে প্রার্থনা শুরু করেন। পরে বাংলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মা দুর্গার নিটক তার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি বিশ্বব্যাপী যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সেই ভাইরাস থেকে মানুষের মুক্তির প্রার্থনা করেছেন।

সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, আজকের এ অনুষ্ঠানটি আরও বড় করে করার প্রস্তুতি ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সরকারের নির্দেশনায় ছোট পরিসরে করা হচ্ছে। পরবর্তীতে আমরা আরও বড় পরিসরে প্রার্থনার আয়োজন করব।

প্রার্থনা অনুষ্ঠানে যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিলসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এমইউএইচ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।