মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার শহীদুল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৬ মার্চ ২০২০

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর ডিমলা থেকে গ্রেফতার হওয়া মো. শহীদুল্লাহ সরকার মারা গেছেন। রোববার (১৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

রোববার দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে, কারা কর্তৃপক্ষ তাকে ঢামেক হাসপাতালে পাঠায়। রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে সময় তার সঙ্গে আসা কারারক্ষী মো. আসাদ তার পরিচয়, অসুস্থতা ও মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ নভেম্বর দায়ের এক মামলায়, গত বছরের ১ জুলাই রাতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই উপজেলার মৃত কছিম উদ্দিনের ছেলে।

এফএইচ/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।