প্রাইম ল্যাব হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ


প্রকাশিত: ০৬:২১ এএম, ১১ অক্টোবর ২০১৫

নওগাঁয় বেসরকারি ক্লিনিক প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটালে লতা বিবি (৩২) নামে এক রোগীর অপারশেনের পর মারা যাওয়ার অভিযোগ উঠেছে। লতা বিবি জেলার বদলগাছী উপজেলার বর্ষাইল ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. ইসকেন্দার হোসেন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রোগীকে সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোকতার হোসেনকে দিয়ে কিডটিতে পাথর অপারেশন করা হয়। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হতে থাকে। রাত ১১টার দিকে হঠাৎ করে গ্যাসের সমস্যা দেখা দেয়। এর কিছু সময় পর লতা বিবি মারা যান ।

রোগীর আত্মীয়রা জানান, রোগীকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করে নেয়। এছাড়া অপারেশন করতে হবে বলে কর্তৃপক্ষ জানায়। এ সময় কর্তৃপক্ষ স্বল্প টাকা দিয়ে অপারেশন করাতে রাজী হয়। এদিকে, অপারেশনের আগে লতা বিবিকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি। রাতে মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিজ খরচে তড়িঘড়ি করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় লতা বিবির মরদেহ। রোববার সকালে রোগীর আত্মীয় স্বজন ক্লিনিকে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. ইসকেন্দার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

আব্বাস আলী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।