লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, ফিরছেন স্থানীয়রা


প্রকাশিত: ০১:৪৪ এএম, ১১ অক্টোবর ২০১৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়া লোকজন। শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শক্তিবৃদ্ধি করে সীমান্তে সার্চ লাইট দিয়ে কড়া নজরদারি শুরু করলে সীমান্ত এলাকা ছেড়ে যান এসব স্থানীয়রা।

রোববার সকালে সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ স্বাভাবিক টহল শুরু করে। রোববার সকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

তবে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিকের ভাই আসাদুল ইসলাম প্রামানিক জাগো নিউজকে জানান, সীমান্তে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় লোকজন ফিরতে শুরু করেছেন।

শনিবার রাতে দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হোসেন আলী জাগো নিউজকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ দুর্গাপুর সীমান্তে বিএসএফ শক্তিবৃদ্ধি করে সার্চ লাইট দিয়ে কড়া নজরদারি শুরু করে। সন্ধ্যার পর থেকে বিএসএফ লাইট মেরে নজরদারি করায় আমরা বাড়ি ছেড়ে নিরাপদে সরে আসি।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, এ বিষয়ে পরে কথা হবে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আব্দুস সোবাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিজিবির পক্ষ থেকে রেডএলার্ট জারির কথা তাদের জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও নারীসহ চার বাংলাদেশি গুলিবিদ্ধ হন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।