প্রকল্প ব্যবস্থাপনা শিখতে জাকার্তায় যাচ্ছেন ১১ কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৪ মার্চ ২০২০

প্রকল্প ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও মূল্যায়নে দক্ষতা অর্জনে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রশিক্ষণ নিতে যাচ্ছেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ১১ জন কর্মকর্তা-কর্মচারী।

আইএমইডি সূত্র জানায়, ১৮ থেকে ২০ মার্চ তিন দিন প্রশিক্ষণের জন্য ১১ কর্মকর্তার জাকার্তায় যাওয়ার কথা রয়েছে। তবে কোনো কারণে এ তিনদিন প্রশিক্ষণে যাওয়া সম্ভব না হলে অন্য যেকোনো তিন দিন তারা যেতে পারবেন। প্রশিক্ষণ গ্রহণের সময় তারা দায়িত্বে আছেন বলে গৃহীত হবে। তাদের প্রোগ্রামের ফিশ, বিমানভাড়া, দৈনিক ভাতা ও অন্যান্য খরচ প্রদান করা হবে। পরিবারের কাউকে ভ্রমণসঙ্গী করতে চাইলে সেই খরচ তাদের নিজেদের বহন করতে হবে।

গত সোমবার (৯ মার্চ) রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছিলেন, ‘মানুষ যে দল বেঁধে বিদেশ যায়, ৭, ৮, ১০ জন করে। আমার প্রশ্ন আসে মাঝে মাঝে, যেমন লেখা থাকে তিন দিনের স্টাডি ট্যুর (শিক্ষা সফর)। যেতে দেড় দিন, আসতে দেড় দিন। ঘুমই তো ভাঙে না গিয়ে। নিস্তেজ হয়ে যায়। কীভাবে কী দেখে, কী শেখে- আমার প্রশ্ন আছে। কিন্তু এগুলো করা হয়। নিজেদের ধোঁকা দেয়া, বোকা বানানোর দিন শেষ।’

স্ট্রেন্থেনিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ক্যাপাসিটিস অব আইএমইডি (এসএমইসিআই) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে যাচ্ছেন আইএমইডির কর্মকর্তারা।

জাকার্তায় যারা যাচ্ছেন- আইএমইডির উপ-পরিচালক (সমন্বয়ক) ফাতেমা-তুজ-জোহরা তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ূন কবীর, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমত আরা বেগম, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর আবু আলেম মিয়া ও ফুয়াদ উল্লাহ খান, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. শাখাওয়াত হোসেন, ড্রাফটম্যান মো. আবুল কাশেম, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. শহীদুল ইসলাম, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর রেজিনা নাসরিন ও কম্পিউটার অপারেটর মো. হারুন-অর রশিদ।

পিডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।