অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে চাচ্ছেন না ইতালিফেরতরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৪ মার্চ ২০২০

হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে চাচ্ছেন না ইতালিফেরত যাত্রীরা। তাদের দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উত্তরার আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়। এখানে আনার পর পরীক্ষা করা হয়। এরপর তাদের ক্যাম্পের বাইরে রেখে ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।

কিছুক্ষণ পর যখন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা আসে তা শুনে ক্ষুব্ধ হন তারা।

হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন এবং প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন।

একজন বলেন, ‘আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না। এছাড়া ক্যাম্পের ভেতরের পরিস্থিতি থাকার মতো নয়।’

১০ মিনিট বিক্ষোভের পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

উল্লেখ্য, ইতালিফেরত ১৪২ প্রবাসী আজ শনিবার (১৪ মার্চ) বাড়ি ফিরতে পারছেন না। শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ হোম কোয়ারেন্টাইনে পাঠানোর আগে যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য আশকোনা হজ ক্যাম্পে আপাতত তাদের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। বৃহত্তর স্বার্থে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নির্দেশ দিয়েছেন।

এআর/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।