দুইদিন বাড়লো ছাত্রলীগের জীবনবৃত্তান্ত গ্রহণের সময়


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির জন্য জীবনবৃত্তান্ত নেয়ার সময় দুইদিন বাড়ানো হয়েছে। শুক্রবার ও শনিবার দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আগ্রহী পদ প্রত্যাশীদের অনেকেই ছাত্রত্বের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে না পারায় জীবনবৃত্তান্ত নেয়ার সময় দুই দিন সময় বৃদ্ধি করে ১২ অক্টোবর পর্যন্ত নির্ধারন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন উক্ত সময়ের মধ্যে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এমএইচ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।