কূটনীতিক পাড়ায় বিজিবির টহল


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

দুই বিদেশি হত্যার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতে কূটনীতিক পাড়ায় টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত থেকে ভোর ৬টা পর্যন্ত এ টহল চলবে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।

তিনি বলেন, কূটনীতিক পাড়ায় পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা শনিবার দিবাগত রাতে টহল দেবে। দুই বিদেশি হত্যার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবাইকে আশ্বস্ত করতেই কূটনীতিক পাড়ায় এ টহল দেবে বিজিবির সদস্যরা।

ঢাকার কূটনীতিক পাড়ায় ইতালির নাগরিক সিজার তাবেলার পর রংপুরে খুন হন জাপানের কুনিও হোশি। এই দুই বিদেশি হত্যার ঘটনার পর কূটনীতিক পাড়ায় নিরাপত্তার ব্যাপারে পুলিশ সদর দফতর থেকে সব জেলার পুলিশ সুপারকে সতর্ক করা হয়। এরই ধারাবাহিকতায় আজ রাতে কূটনীতিক পাড়ায় বিজিবির সদস্যরা টহল দেবে।
 
এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।