করোনা আতঙ্কে বন্ধ হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ পিএম, ১৩ মার্চ ২০২০

 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ দিকে শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী একপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজকে থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা।

এর আগে, আকাশ পথেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার দেশটিতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

জেপি/এফআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।