দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১০ অক্টোবর ২০১৫

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ‘সি পাওয়ার কনফারেন্স-২০১৫’ এ অংশগ্রহণ শেষে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব গত শুক্রবার রাতে ঢাকা ফিরেছেন।

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী ও নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌ-প্রধানকে স্বাগত জানান।

সফরকালে নৌপ্রধান ওই কনফারেন্সে ‘সি পাওয়ার অ্যান্ড মেরিটাইম স্ট্রাটেজি ইন দ্য ইন্ডো-প্যাসিফিক’, ‘দ্য ফিউচার অব সি পাওয়ারসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন।

এছাড়াও তিনি বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

উল্লেখ্য, ওই কনফারেন্সে অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান সস্ত্রীক দু’জন সফরকারীসহ গত ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।