ইতিবাচক ধারা সূচনা করতে সক্ষম হয়েছি : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ মার্চ ২০২০

ইতিবাচক ধারা সূচনা করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘দায়িত্বভার গ্রহণের সময় বলেছিলাম, পুরান ঢাকাকে নতুন রূপে সাজাবো। সেই কাজ অনেকটাই শুরু হয়েছে। আমার মেয়াদের মধ্যেই ২৭-২৮টি মাঠ-পার্ক সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দিতে পারব।’

বুধবার (১১ মার্চ) পুরান ঢাকার নবসজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘আমি জান-প্রাণ দিয়ে নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ, রাস্তা-ঘাট, সড়ক বাতি উন্নয়নে কাজ করেছি। এগুলোর প্রমাণ এসব কাজের মধ্যেই রয়ে গেছে। নতুন নির্বাচিত মেয়রও অতি চমৎকার মানুষ, আধুনিক ও উদ্যমী। উনি পুরান ঢাকাকে আরও এগিয়ে নেবেন।’

নবসজ্জিত এ পার্কটিকে দেখে রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বেহাল দশায় থাকা এবং নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে বিভিন্ন স্থানে নানাভাবে লড়াই করতে হয়েছে। তাই এখন থেকে এসব পার্ক-খেলার মাঠ দেখে রাখার দায়িত্ব আপনাদের।’

এ সময় স্থপতি রফিক আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাছিমা বেগম, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এএস/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।