চুক্তি ভঙ্গের কারণে সংলাপ স্থগিত


প্রকাশিত: ০৫:০৩ এএম, ৩০ অক্টোবর ২০১৪

চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরুর কথা নাকচ করে দিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। স্থগিত সংলাপ আবারও শুরুর ব্যাপারে, একটি চুক্তি ভঙ্গের বিষয়ে পরস্পরকে দায়ী করছে উভয় পক্ষ। দুই কোরিয়া আগামী নভেম্বরের প্রথম দিকে উচ্চ পর্যায়ের এ আলোচনা পুনরায় শুরু করতে চলতি মাসের প্রথম দিকে সিদ্ধান্ত নিয়েছিল।

উত্তর কোরিয়া বারবার জোর দিয়ে বলে আসছে, আলোচনা শুরু করতে সিউলকে প্রথমেই সীমান্তে উত্তর কোরিয়া বিরোধী লিফলেট ফেলা বন্ধের উদ্যোগ নিতে হবে। দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা এসব লিফলেট ফেলে আসছে।

পিয়ংইয়ংয়ের শীর্ষ সামরিক কমিটি জাতীয় প্রতিরক্ষা কমিশন বুধবার সকালে প্রেসিডেন্ট পার্ক গিউন হাই- এর দফদরে পাঠানো এক বার্তায় আবারো এ দাবি জানিয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বলছে, আলোচনা শুরুর ক্ষেত্রে লিফলেট ফেলা বন্ধের যে শর্ত তারা দিয়ে আচ্ছে তার কোন যৌক্তিক ভিত্তি নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।