বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার দেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১১ মার্চ ২০২০

দেশের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্তের পর এ দুটি পণ্যের দাম বেড়ে যায়। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষরা বাড়তি দামে মাস্ক কিনতে পারবেন না। তাই তাদের সহযোগিতায় এবং করোনাভাইরাসে সচেতনতা সৃষ্টিতে কাজ করতে চায় বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মানুষকে সচেতন করতে লিফলেটও তৈরি করছে সংগঠনটি, যা বিলি করা হবে শিগগিরই।

সংগঠনটির পরিচালিত স্কুলগুলোয় এতিম শিশুদের মাঝে প্রথম ধাপে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। এরপর সমাজের বাকি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তা বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ। শৈশবে সুবিধাবঞ্চিতদের কাতারে ছিলেন প্রতিষ্ঠাতা কিশোর। টাকার অভাবে মাধ্যমিকের পর লেখাপড়ার বিরতি ঘটে তার। এরপর কয়েক বছর বিরতির পর চট্টগ্রামের একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক শেষ করে প্রবেশ করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। এখান থেকে পাঠ শেষ করে ২০০৬ সালে যোগ দেন ওয়ারিদ টেলিকমে (এয়ারটেল)। বর্তমানে পেরুতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ওলো’তে কর্মরত। সম্পূর্ণ নিজের টাকায় তিনি প্রতিষ্ঠা করেন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত হওয়া এবং নানা রকম প্রতিকূলতাই তাকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভাবার প্রেরণা জুগিয়েছে। সংগঠনটি চলছে মূলত তরুণ স্বেচ্ছাসেবকদের হাতে। মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যে নিজ উদ্যোগেই এখানে কাজ করছেন সবাই।

জেডএ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।