স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতার আহ্বান
স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়ক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ‘স্তন ক্যান্সার পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও স্তন ক্যান্সারের রোগীর সংখ্যা কম নয়। প্রতি বছরে নতুন করে আক্রান্তের হার এবং মৃত্যুর হার উভয় ক্ষেত্রে সমান। প্রতি বছর বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হয় ১৪ হাজার ৮৩৬ জন নারী। আক্রান্তের মধ্যে বছরে মারা যান সাত হাজার ১৪২ জন।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর তথ্য মতে, দেশের মোট জনসংখ্যার এক লাখ ২২ হাজার সাতশ জন নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে মারা যায় ৯১ হাজার ৩০০ জন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী নানামুখী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা তৈরির লক্ষে নানা ধরণের অনুষ্ঠান, নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩১ তারিখে জাতীয় প্রেসক্লাব থেকে পিন্ক রোড শো এবং গোলাপী সড়ক শোভাযাত্রা বের হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন,ক্যান্সার সোসাইটির মহাসচিব অধ্যপক ডা. শেখ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অস্কোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যপক সারওয়ার আলম প্রমুখ।
এএস/জেডএইচ