বাড়তি দামে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিক্রি : ডিএসসিসির অভিযান
বাড়তি দামে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নয়াবাজার, বাবু বাজার, চকবাজার, মিটফোর্ড, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল সাবরিন, মুনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন।
অভিযানকালে অস্বাভিক বেশি দামে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় ১৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান মালিককে মোট ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বাড়তি দামে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিক্রি নিয়ন্ত্রণে রাজধানীর গুলশান-১, গুলশান-২. বনানী ও মহাখালী এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১০ মার্চ) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ধার্যকৃত মূল্যর অধিক মূল্যে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এএস/এনএফ/পিআর