নভোএয়ারের প্রধান বিক্রয়কেন্দ্র বনানীতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১০ মার্চ ২০২০

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের যাত্রীদের উন্নত সেবা নিশ্চিতে বনানীতে প্রধান বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ মার্চ) প্রধান বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। বনানীর ১১ নম্বর রোডে ব্লক জি'র ৩২ নম্বর বাসায় প্রধান বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

নভোএয়ার জানিয়েছে, যাত্রীরা ট্রাভেল এজেন্সির পাশাপাশি প্রধান বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি টিকিট ক্রয় ও ভ্রমণ প্যাকেজের সেবা নিতে পারবেন। এছাড়া ট্রাভেল এজেন্সি ও বাণিজ্যিক সংস্থাগুলোকেও বিক্রয় কেন্দ্র থেকে সেবা দেয়া হবে।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম ছয়টি, কক্সবাজার ছয়টি, যশোর পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, বরিশাল দুটি, সিলেট দুটি, রাজশাহী ও আন্তর্জাতিক রুটে কলকাতা একটি করে ফ্লাইট প্রতিদিন পরিচালনা করছে।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।