চট্টগ্রামেও মাস্ক-স্যানিটাইজার মজুতকারীদের ধরতে চলছে অভিযান
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের খবরে হঠাৎ চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। এসব ব্যবসায়ীকে ধরতে চট্টগ্রামে অভিযানে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টা থেকে নগরীর রিয়াজুদ্দিন বাজার ও হাজারী গলিতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বেশি দামে বিক্রি করা হচ্ছে। এটা অনৈতিক। নভেল করোনাভাইরাসকে কেন্দ্র করে বাড়তি মুনাফা হাতিয়ে নেবে-এটা হতে দেয়া যাবে না। তাই আমরা নগরীর রিয়াজুদ্দিন বাজার ও হাজারী গলিতে অভিযান শুরু করেছি।
তিনি আরও বলেন, বিভিন্ন ফার্মেসি এবং প্রতিষ্ঠান যারা এসব পণ্য বিক্রি করে সেখানে অভিযান চালানো হচ্ছে। যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যাবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিস্তারিত অভিযানের পরে জানানো হবে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজন ইতালিফেরত। আইইডিসিআর জানিয়েছে, এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
আবু আজাদ/এসআর/পিআর