জাপানে মুজিববর্ষের ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৯ মার্চ ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জাপানে ১৭ মার্চের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) টোকিওতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ ঢাকায় মুজিববর্ষের মূল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস আসার বহু আগে জাপানে ছড়িয়ে পড়ে এ সংক্রামক ভাইরাস

দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে অবস্থানরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠেয় অনুষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

জেপি/এইচএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।