লিভারপুলের নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ


প্রকাশিত: ০৬:০২ এএম, ১০ অক্টোবর ২০১৫

সব জল্পনা-কল্পনা শেষে লিভারপুলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব লিভারপুলের সাথে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ।

ইংল্যান্ডে পৌঁছে দায়িত্ব বুঝে নেয়ার পর, নতুন কোচকে আনুষ্ঠানিকভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেন ক্লাব কর্তৃপক্ষ। অলরেডদের দায়িত্ব নিয়ে তিনি বলেন, লিভারপুলের মতো ক্লাবের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য বেশ সম্মানের। তবে আমি খুব ভালো সময়ে দায়িত্ব না নিলেও দলকে গুছিয়ে নেয়ার জন্য আমাকে অবশ্যই সময় দিতে হবে। আমি জানি অলরেডদের নিয়ে বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের প্রত্যাশা আকাশ ছোঁয়া এবং আমি চেষ্টা করবো সে প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যাওয়ার।

এর আগে, ক্লপের হাত ধরে বুন্দেসলিগায় চমক দেখিয়েছিলো বরুশিয়া ডর্টমুন্ডের মতো সাধারণ দল। বাঘা বাঘা ক্লাবদের পেছনে তার অধীনে ২০১১ ও ২০১২ পরপর দুবার বুন্দেসলিগার শিরোপা জিতেছিল ডর্টমুন্ড।

এমনই চমকের প্রত্যাশায় প্রায় আট মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিকের বিনিময়ে এই জার্মান জাদুকরকে অ্যানফিল্ডে নিয়ে এসেছে লিভারপুল। অলরেডদের প্রত্যাশা ক্লপ কতোটা পূরণ করতে পারবেন, তাই এখন দেখার বিষয়।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।