গুলশানে ফ্ল্যাট বরাদ্দে আবেদনপত্র আহ্বান রাজউকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৮ মার্চ ২০২০
ফাইল ছবি

রাজধানীর গুলশান আবাসিক এলাকায় ১১৫ নম্বর সড়কে ৩২ নম্বর প্লটে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ তিনটি ফ্ল্যাট বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের সচিব (চলতি দায়িত্ব) শামীমা মোমেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউক ভবনস্থ জনতা ব্যাংক লি. কর্পোরেট শাখা হতে নগদ পাঁচ হাজার টাকা (অফেরৎযোগ্য) প্রদান করে আগামী ১০ মার্চ থেকে আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করা যাবে। পাশাপাশি ৯ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

এছাড়া রাজউক ওয়েবসাইট (www.rajukdhaka.gov.bd) হতে আবেদন ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে শর্তাবলী পূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেয়া যাবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা রাজউক ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফরম ও প্রসপেক্টাস ডাউনলোড করে প্রসপেক্টাসে বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ‘চেয়ারম্যান, রাজউক’ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন। তবে আবেদনপত্র ও প্রসপেক্টাস বাবদ ১০০ মার্কিন ডলার/৮০ ইউরো (অফেরৎযোগ্য) জামানতের সঙ্গে জমা দিতে হবে।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।