এবার চৌকিদারের নির্মমতার শিকার শিশু
দেশে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এবার ঝালকাঠিতে গ্রাম্য চৌকিদারের নির্মমতার শিকার হয়েছে মো. সাইদ ভূইয়া নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র। এতে শিশুটির একটি হাত ভেঙ্গে গেছে। শুক্রবার বিকেলের এ ঘটনায় আহত সাইদ ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাইদ স্থানীয় শিশুকল্যাণ বিদ্যালয়ের ছাত্র। সে স্টেশন রোডস্থ আবুল ভূইয়ার ছেলে। আহত সাইদ জানায়, শুক্রবার বিকেলে খেলার সময় কলাবাগান এলাকার বাসিন্দা পোনাবালিয়া ইউনিয়নের চৌকিদার আলী হোসেন এর বাড়িতে ঢুকে যায় সে। এসময় আলী হোসেন তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে কিল, ঘুষি ও লাথি মারে। এমনকি উপরে তুলেও আছাড় মারে। এতে তার বাম হাত ভেঙে যায়। এখন তার মাথা, বুক ও পিঠে অনেক ব্যথা করছে বলেও জানায় সে।
সে আরো জানায়, তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে বাবা-মাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় তার বাবা আবুল ভূইয়া বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর হাসপাতালের ব্রাদার মনিন্দ্রনাথ বলেন, সাইদের বাম হাতের কনুইয়ে ক্ষত চিহ্ন রয়েছে। এছাড়া তার বুক ও পিঠে ফোলা জখম রয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই হালিম তালুকদার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে চৌকিদার আলী হোসেন হত্যা মামলার আসামি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আতিকুর রহমান/এসএইচএস