মাগুরায় শিশুসহ মায়ের আত্মহত্যা : গ্রেফতার ২


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

শালিখায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে শিশুকন্যাসহ নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন মনিমালা নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিমালার মৃত্যু হয়।

এ ঘটনায় মনিমালার বাবা গৌতম বিশ্বাস তার মেয়ে মনিমালার স্বামী শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে শালিখা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার আসামি স্বামী সুমন ও শাশুড়ি মনিমালাকে গ্রেফতার করেছে।

মনিমালা ও তার মৃত শিশুর শ্রুতির মরদেহ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সৎকারের ব্যবস্থা হয়নি। মরদেহ দুটি শ্বশুর বাড়ির বসত ঘরের বারান্দায় রাখা ছিল। বাড়ির অন্যান্যরা আত্মগোপন করায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে প্রতিবেশিরা জানান।

উল্লেখ্য, স্বামী ও শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ মনিমালা বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে শিশু কন্যাসহ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্যহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে নেয়া হলে দুপুরে শিশু কন্যার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় গৃহবধূও মারা যান।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।