হামলার আশঙ্কা : আবারো সর্তকতা জারি যুক্তরাজ্যের


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর ‘নির্বিচারে হামলার’ আশঙ্কা জানিয়ে আবারো  সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ নাগরিকদের চলাফেরায় সর্তক করলো দেশটি। শুক্রবার সন্ধ্যায় ঢাকাস্থ যুক্তরাজ্য দূতবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশটির দূতাবাস সর্তকতা জারি করে বলছে, সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে এখানে। পশ্চিমাদের উপর নতুন করে হামলা হতে পারে।

জানা গেছে, দেশে প্রায় দুই লাখ বিদেশি নাগরিক রয়েছে। ইতালীয় নাগরিক তেভেলা সিজার ও জাপানি নাগরিক কুনিও হোশির নিহতের ঘটনায় বেশির ভাগ দূতাবাস সর্তকতা জারি করে। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ডেকে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তারা কূটনীতিকদের আশ্বস্থ করতে চান নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য সব পদক্ষেপ নেয়া হবে। একই সঙ্গে দুই বিদেশি নাগরিক হত্যার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেয় সরকার। এতে কিছুটা শঙ্কা কাটতে থাকে বিদেশিদের মধ্যে।

কিন্তু তিন দিনের মাথায় শুক্রবার আবারো  নতুন করে সর্তকতা জারি করায় উদ্বেগ তৈরি হলো।

এসএ/ জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।