নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ৩ কোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৯ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজের লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে লেপসিয়া বাজারের অন্তত শতাধিক দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাজারের ব্যবসায়ী শাহীন চৌধুরী ও জুয়েল চৌধুরী।

বাজারটি হাওরাঞ্চলে হওয়ার পুলিশসহ ফায়ার সার্ভিস সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানান স্থানীয়রা। আর আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ায় কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছেন না তারা। বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, এখন পর্যন্ত শতাধিক দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।

খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান শোয়েব আহম্মেদ চৌধুরী জাগো নিউজকে জানান, সন্ধ্যা ছয়টা ২০ মিনিট পর্যন্ত ১২০টির মতো দোকানঘর পুড়ে গেছে। আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জাগো নিউজকে জানিয়েছেন, আধা ঘণ্টার মধ্যে পুলিশসহ  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন।

কামাল হোসাইন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।