ক্রীড়া পরিষদের জন্য ১৬তলা কমপ্লেক্স নির্মাণের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৪ মার্চ ২০২০

রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের জায়গায় ১৬তলা মাল্টি পারপাস ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানোর সুপারিশ করেছে কমিটি।

বুধবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এছাড়া, মুজিববর্ষ উদযাপনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাদারীপুর ও ফরিদপুরে আড়িয়াল খাঁ নদীর পাশে পর্যায়ক্রমে অলিম্পিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।

এইচএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।