চুরি ধামাচাপা দিতেই গার্মেন্টসে আগুন ধরিয়ে দেন তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০২ মার্চ ২০২০

অভিনব কায়দায় প্রায় অর্ধ কোটি টাকার গার্মেন্টস পণ্য চুরি এবং ঘটনা ধামাচাপা দিতে গোডাউনে আগুন লাগানোর অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সোমবার র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি আক্তারুজ্জামানের নেতৃত্বে গাজীপুর থানাধীন গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটের গেটের সামনে থেকে ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকা মূল্যের গার্মেন্টস পণ্যসহ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- শহীদুল ইসলাম (৪৩) ও আরিফুল ইসলাম (২০)। উভয়ের বাড়ি পটুয়াখালী।

jagonews24

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গত ৭ ফেব্রুয়ারি পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-এ এলাকার নীলা ফ্যাশন হাউজের মালিক গোডাউনে ৬৪ লাখ ১১ হাজার ৩৭৫ টাকার রেডিমেট কাপড়ের মালামাল তালাবদ্ধ করে চলে যায়।

১৫ ফেব্রুয়ারি সকালে খবর পান ‘নীলা ফ্যাশন হাউজ’ এর গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান গোডাউনে রক্ষিত গার্মেন্টস সামগ্রী আগুনে পুড়ে ছাই। যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ ৮৮ হাজার ৩১০ টাকার সমপরিমাণ। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ, ফায়ার সার্ভিস, ডেসকোর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একটি প্লাস্টিকের বোতলে কিছু কেরোসিন ভর্তি অবস্থায় দেখতে পাওয়ায় আগুন লাগার বিষয়টি সন্দেহ হয়।

jagonews24

পরবর্তীতে এ-সংক্রান্তে খোঁজ-খবর নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ঘটনাস্থলের পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা যায়, যে ঘটনার দিন ১৪ ফেব্রুয়ারি শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম এবং মো. শাহীনসহ (৩৫) অজ্ঞাত আরও ১০/১২ জন গোডাউনের তালা ভেঙে কাভার্ডভ্যানে করে ৯৬টি কাটুন ভর্তি গার্মেন্টস সামগ্রী নিয়ে যায়। যার মধ্যে ছিল গ্যাভার্ডিন লেডিস প্যান্ট, ডেনিম মেনস্ প্যান্ট, লেডিস ট্রাউজার, গালস্ ফ্রগ, বয়েজ শার্ট এবং লেডিস শার্টসহ প্রায় ৪৩ লাখ ২২ হাজার ৬৫ টাকা মূল্যের কাপড়। আগুন লাগানোর কারণে আরও ২০ লাখ ৮৮ হাজার ৩১০ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ওই ঘটনায় পল্লবী থানায় মামলা করেন মালিক। ওই ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে প্রমাণ সাপেক্ষে শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম গ্রেফতার করে র্যাব। অন্য পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এএসপি সাজেদুল।

জেইউ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।