জেল হতে পারে মেসির


প্রকাশিত: ০২:৫১ এএম, ০৯ অক্টোবর ২০১৫

স্পেন সরকারকে ট্যাক্স ফাঁকির মামলায় জেল হতে পারে বার্সেলোনার ফুটবল তারকা লিওনেল মেসির। এ মামলা থেকে মেসিকে দায়মুক্তি দেওয়ার আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দিয়েছেন।

বৃহস্পতিবার স্পেনের আদালত রায় দেন, মেসির বিরুদ্ধে মামলা চলবে। যে মামলায় এই ফুটবল তারকার ২২ মাসের জেল হতে পারে।

প্রসঙ্গত, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ৪০ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে মেসি ও তার বাবার বিরুদ্ধে স্পেনের আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে।

এর আগে মেসির আইনজীবীরা এই মামলা থেকে বার্সা তারকাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছিলেন। তার যুক্তি ছিল, মেসির বাবাই তার সব ধরনের আর্থিক বিষয় দেখাশোনা করেন। মেসি শুধু সইটা করেন।

মেসির আইনজীবী অারো বলেন, চুক্তিপত্রও পড়ে দেখার সময় নেই তার। প্রয়োজনও অনুভব করেননি। মেসির পক্ষ থেকে সুদসহ ওই বকেয়া করের পুরোটা পরিশোধও করা হয়।

এবার মেসির আইনজীবী নয়, বাদী পক্ষের আইনজীবীই মেসিকে দায়মুক্তি দেওয়ার আরজি জানান। কিন্তু বৃহস্পতিবার আদালত বলেছেন, মেসি এবং তার বাবা দুজনের বিরুদ্ধেই মামলা চলবে।

এসকেডি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।