ফিলিপাইনে ইতালিয়ান রেস্তোরাঁ মালিক অপহৃত
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্দুকধারীরা এক ইতালীয় রেস্তোরাঁ মালিক ও সাবেক ধর্মজাজককে অপহরণ করেছে। বৃহস্পতিবার এ খবর জানায় কর্তৃপক্ষ।
ওই ব্যক্তিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জোলো দ্বীপে আল-কায়েদা-সংশ্লিষ্ট উগ্রপন্থী আবু সায়াফ গোষ্ঠির আস্তানায় নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আঞ্চলিক সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনের চারজন বুধবার নৈশভোজের সময় খদ্দের বেশে নিরিবিলি বন্দরনগরী দিপোলগে অবস্থিত রোনাল্দো দেল তোরচিও’র রেস্তোরাঁয় ঝটিকা হামলা চালিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।
ক্যাপ্টেন রয় ত্রিনিদাদ এএফপিকে বলেন, ৬৫ বছর বয়সী রোনাল্দো দেল তোরচিওকে একটি আপেক্ষমাণ ভ্যানে তুলে ৫০ কিলোমিটার দূরবর্তী মানুকান শহরে নেয়ার একটি মোটরচালিত বোটে হস্তান্তর করে।
তিনি জানান, অপহরণকারীদের নৌযানটি জাম্বোয়াঙ্গা উপকূল ধরে চারশো কিলোমিটার দূরবর্তী জোলো দ্বীপের দিকে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি অাটকাতে নৌবাহিনীর জাহাজগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
একে/আরআইপি