বিমানের ভ্রমণ কর বাড়লো


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে গন্তব্য ভেদে ভ্রমণ কর  বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে চলতি বছরের ৪ জুন থেকে ক্রয় করা সকল টিকিটের বর্ধিত কর পরিশোধ করতে হবে গ্রাহকদের। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত কর দেশের অভ্যন্তরে দুইশ থেকে বাড়িয়ে পাঁচশ টাকা করা হয়েছে। সার্ক দেশসমূহের যাত্রীদের জন্যও তা একই রকম থাকবে। তবে এশীয় দেশসমূহে পাঁচশ থেকে বাড়িয়ে এক হাজার টাকা আর অন্যান্য সব দেশের জন্য এক হাজার পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে।

যে সকল যাত্রী ইতোমধ্যে বর্ধিত শুল্ক পরিশোধ ছাড়াই টিকিট ক্রয় করেছেন তাদেরকে বিমানবন্দরে বিড়ম্বনা এড়ানোর লক্ষ্যে নিকটস্থ বিমান অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বর্ধিত শুল্ক পরিশোধের অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৫ অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আবগারি শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। বিমান ভ্রমণ কর বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। চলতি বছরের ৪ জুন থেকে এটি কার্যকর হলো।    

আরএম/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।