মামলার জট কমাতে বিকল্পপন্থা : আইনমন্ত্রী


প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্টের এবারের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের আদালতে ২৮ লাখেরও বেশি মামলা পড়ে আছে। বিকল্পপন্থায় মামলা নিষ্পত্তি না করলে আদালতের ওপর চাপ কমবে না। সরকার তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির দিকে গুরুত্ব দিচ্ছে।
 
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘এসেস টু জাস্টিস : দ্যা রোল অব কমিউনিটি মেডিকেসন’ শীর্ষক কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, সরকার সুবিধা বঞ্চিতদের আইনি সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। বঞ্চিতদের  বিচার পাওয়া এবং আইনি সহায়তা দানে সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে।

তিনি বলেন, ‘দরিদ্র জনগোষ্ঠীর বিচার পাওয়ার সুযোগ বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষা জোরদারে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের (এনজিও) মধ্যে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে।

একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সমাজভিত্তিক সালিশসহ বিভিন্ন ধরনের বিকল্প বিরোধ নিস্পত্তির (এডিআর) ভূমিকার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি।

কমিউনিটি লিগ্যাল সার্ভিসের (সিএলএস) টিম লিডার জেরোম সায়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইন মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ ও লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্টের পরিচালক সারাহ হোসেন।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।