গাজীপুর সাফারি পার্কে ১৬৮টি কচ্ছপ অবমুক্ত


প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

বেনাপোল থেকে উদ্ধারকৃত ১৬৮টি কচ্ছপ গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টচার্য জানান, বেনাপোল থেকে উদ্ধার হওয়া ১৬৮টি কচ্ছপ সকাল সাড়ে ১০টার দিকে সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। কচ্ছপগুলোকে আরাফা প্রজাতীর।

উল্লেখ, গত রোববার পাচারের সময় বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ওই কচ্ছপগুলো আটক করে।

আমিনুল ইসলাম/এআরএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।