জনবল নিয়োগে এক বছর সময় পেল কাস্টমস ও ভ্যাট ট্রেনিং একাডেমি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০

নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে না পারায় সংস্থাটিকে আরও এক বছর সময় দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালকের কাছে পাটিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ছাড়পত্রের মেয়াদ ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা হলো।

তবে ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। পদসমূহ পুরণ করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র মোতাবেক তথ্য অন্যূন ১০ দিনের মধ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে পাঠাতে হবে।

এমইউএইচ/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।