লিটন আত্মসমর্পণ না করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইনগতভাবে সরকার কোনো আসামিকে আত্মসমর্পণের জন্য সময় দিতে পারে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এমপি লিটন আত্মসমর্পণ না করেন, তবে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করবে।

গত ২ অক্টোবর শুক্রবার সকালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত হয় শিশু শাহাদাত হোসেন সৌরভ। শাহাদাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার রাতে সংসদ সদস্য লিটনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন আহত শাহাদাতের বাবা সাজু মিয়া। তবে এখনো গ্রেফতার হননি এমপি।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।