বোচাগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ জন কারাগারে


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৮ অক্টোবর ২০১৫

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ ৪ বিএনপি নেতার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটকরা হলেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ওয়াক্কাস আলী কাঞ্চন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী ও যুবনেতা মো. বেলাল হোসেন।

জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সেতাবগঞ্জ পৌর শহরে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুররুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৩৩ নোতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ ৪ নেতা বৃহস্পতিবার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. নাজমুল হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক ৪ নেতাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু এর সত্যতা স্বীকার করে জানান, দুপুরে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

এমদাদুল হক মিলন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।